করোনার নতুন ওমিক্রন্ট ভ্যারিয়েন্ট অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় যে ভয়ঙ্কর সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি বলে দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ার চিফ মেডিক্যাল অফিসার পল কেলি।পল কেলি বলেন,‘ বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের ৩০০ এর মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবার মধ্যে মৃদু লক্ষণ রয়েছে আবার





অনেকের মধ্যে তা নেই। ’অস্ট্রেলিয়াতে এরইমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের সাতজন রোগী চিহ্নিত করা হয়েছে । এরমধ্যে ছয় জন নিউ সাউথ ওয়েলসের যা অস্ট্রেলিয়ার একটি জনবহুল রাজ্য।কেলি বলেন,‘ সারা বিশ্বে যারা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগ করোনার টিকা নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি





যে করোনার ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে না।’অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভেরিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।সূত্র: ব্লুমবার্গ





আরও পড়ুন= ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছে লিভারপুল। টানা তিন ম্যাচে হালি গোল দিয়ে অন্যরকম এক হ্যাটট্রিকই করে ফেলল অলরেডরা।বুধবারের আগে লিগে শেষ দুই ম্যাচে আর্সেনাল ও সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। শেষ ম্যাচেও নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের জালে চার গোল জমা করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এর মধ্যে অলরেডদের সেরা তারকা মোহামেদ সালাহর রয়েছে ২ গোল।





একটি গোল শোধ করতে পারে এভারটন। প্রতিপক্ষের মাঠে নেমে ম্যাচের ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন জর্ডান হেন্ডারসন। এর মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।বিরতির আগে ৩৮ মিনিটের মাথায় এভারটনের হয়ে এক গোল শোধ করেন দেমারাই গ্রে।২-১ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল।





দ্বিতীয়ার্ধে নেমে প্রথমে গোল না পেলেও ৬৪ মিনিটের সময় নিজের জোড়া গোল পূরণ করেন সালাহ। ব্যবধান কমাবে কি উল্টো ৭৯ মিনিটে আরেক গোল হজম করে এভারটন।ডিয়েগো জোতার গোলের পর ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ৩৩ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।




