নেপালের কোল তীর বাজুরা বিমানবন্দরে অবতরণের সময় দেশটির বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমানের পিছনের টায়ার ফেটে যায়। এজন্য বিমানটি রানওয়েতেই আটকে যায়। এদিকে রানওয়েতে আটকে থাকা ওই বিমানের কারণে আরেকটি বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল।





বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীরাও বিমানটিকে সরাতে হাত লাগায়।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল তেমনই এক দৃশ্য। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।





ওই সময়কার ফুটেজে দেখা গেছে, প্রায় ২০ জনের মতো মানুষ বিমানটিকে ঠেলা দিয়ে সরিয়ে নিচ্ছে। খুদে ব্লগিং সাইটে টুইটারে এক নেটিজেন ওই ঘটনার ভিডিও শেয়ার করে। এরপর তা ভাইরাল হয়। বিমানটিকে সরিয়ে নেওয়ার পর অপর বিমানটি নিরাপদেই অবতরণ করে বলে নেপাল নিউজ জানিয়েছে।





আরও পড়ুনঃমানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে পানির জন্য হাহাকার চলছে, পানিবিহীন পৌরবাসী মানবেতর জীবনযাপন করছে। সপ্তাহে দু-একদিন কিছু সময়ের জন্য পানি আসলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম হওয়ায় খাওয়া, রান্না ও গোসল নিয়ে বিপাকে পরেছে পৌরবাসী।এ অবস্থা থেকে পরিত্রান পেতে মানিকগঞ্জ পৌরসভার মেয়র বরাবর লিখিত আবেদন করেছে পশ্চিম বান্দুটিয়া (চকপাড়া) এলাকাবাসী।





ভুক্তভোগী ওয়ার্ডবাসী জানান, পানির সমস্যা আমাদের দীর্ঘদিনের। আমাদের এখানে পানি আসে না বললেই চলে, যাও কিছু পানি আসে সেগুলো দুর্গন্ধ ও ময়লা যুক্ত হওয়ায় তা পান করা, রান্নাবান্না ও গোসলের অনুপোযোগী। পানির সমস্যা থেকে পরিত্রান পেতে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ধরণা দিয়েও তা সমাধান হয়নি, অবশেষে আমরা মেয়র





বরাবর লিখিত আবেদন করেছি। এরপরও যদি সমাধান না হয় আমরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবো।এ বিষয়ে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন বলেন, পানির সমস্যা নিয়ে মেয়র মহোদয়ের সঙ্গে কথা হয়েছে তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন।




