bangla music

bangla music

জাতীয়

একসঙ্গে তিন সন্তানের জন্ম, খাবার যোগাতেই হিমশিম বাবা-মা

এক সঙ্গে ফুটফুটে জমজ তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার দরিদ্র পরিবারের গৃহবধূ ববিতা বেগম (২২)। এতে খুশিতে আত্মহারা পরিবারটি। বর্তমানে ওই তিন শিশুর বয়স এক মাস। তিনজনই সুস্থ আছে। তবে তিন নবজাতকের লালন পালন ও চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছে পরিবারটি।তিন সন্তান জন্ম দেয়া গৃহবধূ ববিতা বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার দিনমজুর মো. কিরণ মুন্সির স্ত্রী। জমজ তিন শিশুর নাম রাখা হয়েছে তামিম,

তাসিন ও তানজিল।জানা যায়, নদীভাঙনে সব হারিয়ে ববিতা-কিরণ দম্পতি আশ্রয় নেন দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়া এলাকায়। সেখানেই তিন শতাংশ জমি লিজ নিয়ে গড়ে তোলেন বসতি। দিনমজুরিসহ হরেক রকমের কাজ করে সংসার তারা। চলতি বছরের ৪ নভেম্বর গৃববধূ ববিতা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল

ডেলিভারির মাধ্যমে জমজ তিন ছেলে সন্তানের জন্ম দেন। এর কিছুদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দিলে মাসহ জমজ তিন ছেলেকে বাড়িতে আসেন কিরণ। এছাড়াও তাদের ৫ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।বর্তমানে কিরণ দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এ কাজ করে তিন জমজ শিশুর খরচসহ ৬ জনের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন জমজ শিশুদের পেছনে খরচ প্রায় ৭ থেকে ৮শ টাকা। কিন্তু দিনে আয় মাত্র ৫শ টাকা। ফলে জমজ তিন সন্তানসহ

৪ সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন ববিতা কিরণ দম্পতি।প্রতিবেশীরা জানান, কিরণ দিনমজুরের কাজ করে। তাতে সংসার চলে না। এখন জমজ তিনটি ছেলেসহ চার সন্তান নিয়ে পড়েছেন বিপাকে। যা আয় করে তা দিয়েও জমজ তিন শিশুর খাবারের টাকা হয় না। ওই তিন শিশুসহ পরিবারে ৬ জন সদস্য। কোনো সাহায্য সহযোগিতা

পেলে বাচ্চাগুলো নিয়ে বাঁচতে পারবে তারা।গৃহবধূ ববিতা জানান, জমজ তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন। তার স্বামী দিনমজুরের কাজ করে। কাজ করলে দিন শেষে ৫শ টাকা পান। আর কাজ না করলে টাকা পান না। এ অবস্থায় সরকারের সহযোগিতা পেলে তার সন্তানদের লালন পালন করতে পারতেন।জমজ তিন শিশুর বাবা কিরণ জানান, জমজ তিন ছেলে সন্তান হওয়াতে তিনি খুশি। কিন্তু দিনমজুরের কাজ করে তাদের খাবারসহ অন্যান্য খরচ জোগাতে পারছেন না। কাজ করলে দিনে ৫শ টাকা পান। কিন্তু শিশুদের দুধ কিনতে লাগে ৬৫০টাকা।

এরসঙ্গে অন্যান্য খরচসহ সাংসারিক খরচ রয়েছে। বর্তমানে তার চার সন্তানসহ ছয়জনের পরিবার। দিনমজুরের কাজ করে বাচ্চাদের লালন পালনসহ সংসারের খরচ মেটাতে পারছেন না তিনি। ফলে সরকারের সহযোগিতা কামনা করেন।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, জমজ তিন শিশু আল্লাহর নিয়ামত। এই শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বাবা মায়ের দায়িত্ব অনেক। পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।