bangla music

bangla music

জাতীয়

এবার ডা. মুরাদকে নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

সম্প্রতি সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এরই মধ্যে ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের একটি আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। আজ মঙ্গলবার ( ৭ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর নিদের্শ অনুযায়ী মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

এবার ফাঁস হওয়া ফোন আলাপ নিয়ে তসলিমা নাসরিন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ডা. মুরাদের সমালোচনা করেছেন। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের মন্ত্রী মুরাদ হাসান খুব ব্রুটালি মাহিকে ধ`র্ষণ করতে চেয়েছে। আমরা যারা তার সেই ফোনালাপ শুনেছি, তারা নিশ্চয়ই অনুমান করতে পারি যে, ক্ষমতার অপব্যবহার করে লোকটি অসংখ্য মেয়েকে ধ`র্ষণ করেছে।’

তিনি আরো লেখেন, ‘তার চালচলন, আচার-ব্যবহার সব বলে দেয় যে, সে ধরাকে সরা জ্ঞান করে। কে তাকে এত বর্বর হওয়ার স্বাধীনতা দিয়েছে? এ-ও অনুমান করতে পারি, কে। লোকটি মাতাল হয়ে মানুষকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। নেত্রীর আশকারা তাকে কোথায় উঠিয়েছে! উঠিয়েছে নাকি নামিয়েছে? আমি তো বলব, মানুষ হিসেবে তাকে অনেক নিচে নামিয়েছে।’