bangla music

bangla music

জাতীয়

লঞ্চের কেবিনের বাইরে তালা, ভেতরে নারীর লা`শ

ঢাকা-ব‌রিশাল নৌ-রু‌টের বিলাসবহুল যাত্রীবা‌হি লঞ্চ কুয়াকাটা-২ থে‌কে এক নারীর `লা`শ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে লঞ্চের নীচতলায় লস্কর কে‌বিন থেকে লা`শটি উদ্ধার করা হয়। লা`শ উদ্ধারের পর ওই নারীর পরিচয় শনাক্ত করা গেছে। মৃ`ত নারীর নাম শার‌মিন আক্তার (২৬)। তিনি কু‌নিপাড়া এলাকার বা‌সিন্দা এনা‌য়েত হোসেন ফ‌কিরের মেয়ে।

শারমিনের লাশের ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। পু‌লিশের প্রাথ‌মিক ধারণা বিষয়‌টি হ`ত‌্যাকাণ্ড।ল‌ঞ্চের লস্কর ‌মো. সোহাগ হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শারমিন তার সঙ্গে থাকা এক পুরুষকে স্বামী পরিচয়ে কেবিনটি ১৮শ টাকায় ভাড়া নেন। সকা‌লে কে‌বিন‌টি বাইরে থে‌কে তালাবদ্ধ দেখ‌তে পাওয়ায় স‌ন্দেহ হ‌লে তালা খু‌লে কে‌বিনে ওই নারীর লা`শ দেখ‌তে পাই।

পরে পু‌লিশে খবর দেয়া হলে তারা সকালে এসে লাশ উদ্ধার করে। পি‌বিআই এর প‌রিদর্শক শ‌হিদুল ইসলাম ব‌লেন, ফিঙ্গার প্রিন্ট দি‌য়ে তরুণীর নাম ও প‌রিচয় পাওয়া গেছে। ত‌বে বিস্তা‌রিত কোনো তথ‌্য মে‌লে‌নি।ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার প‌রিদর্শক লোকমান হো‌সেন বলেন,

বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোনো সময়ে শ্বাস‌রোধ ক‌রে হ`ত‌্যা করে সাথে থাকা ব্যক্তি পালিয়ে যান ব‌লে ধারণা করা হচ্ছে। আমরা লঞ্চের সি‌সি ক‌্যা‌মেরার ফু‌টেজ সংগ্রহ করে তা পর্যা‌লোচনা কর‌লে আসল রহস‌্য বের হ‌য়ে আস‌বে। আশা কর‌ছি দ্রুত আ`সামি গ্রে`প্তা‌রে সক্ষম হ‌বো। ওই তরুণীর প‌রিবারের সা‌থে যোগাযো‌গের চেষ্টা চলছে।