চট্টগ্রামের সীতাকুণ্ডে লাকি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর গায়ে কম্বল ও গলায় ওড়না পেঁচানো লা`শ উদ্ধার করেছে পুলিশ। আগেরদিন সন্ধ্যায় তাকে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাসায় ঢুকতে দেখা গেছে।বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মহাদেবপুর এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নি`হত লাকি আক্তার





একই উপজেলার মুরাদপুর ইউনিয়নের প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্বজনদের দাবি, সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন লাকির স্বামী আবদুল মান্নান। তিনিই লাকিকে হ`ত্যা করেছেন।সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গায়ে কম্বল ও





গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর লা`শটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি শ্বাসরোধে হ`ত্যা বলে মনে হচ্ছে। অন্যদিকে, তাকে না জানিয়ে স্বামী দেশে ফিরেছেন বলে জানতে পেরেছি। এছাড়া বুধবার সন্ধ্যায় তার সঙ্গে এক ব্যক্তিকে ওই বাসায় ঢুকতে দেখেন প্রতিবেশীরা। কিন্তু তারা মান্নানকে আগে দেখেননি। ফলে ওই ব্যক্তি মান্নান ছিলেন কি না তা নিশ্চিত নয়।তিনি আরো বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। লা`শ মর্গে পাঠানো হয়েছে।




